এবার শীতে কম ভোগান্তি হয়নি সাধারণ মানুষের। তাপমাত্রা নেমে গিয়েছিল ৫ দশমিক ৬ ডিগ্রিতে। চলতি জানুয়ারি মাসেই দুই দফা শৈত্যপ্রবাহে কেঁপেছে দেশের অধিকাংশ জেলার মানুষ। অথচ এখন হুট করেই কমে গেছে শীতের প্রকোপ।
রাজধানী ঢাকা যেন গ্রীষ্মের নগরে পরিণত হয়েছে। অন্যান্য জেলাতেও কমেছে শীতের দাপট। তাহলে কী এবারের জন্য বিদায় নিয়েছে শীত? আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে ভিন্ন কথা। তারা বলছে, আপাতত তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত এখনই বিদায় নিচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দু-এক দিনের মধ্যে তাপমাত্রা আবারও কিছুটা কমবে। ১৭ ডিগ্রি সেলসিয়াসের জায়গায় হয়তো ১৪ বা ১৫ ডিগ্রিতে নেমে আসবে। তবে শৈত্যপ্রবাহ হবে না। কিন্তু শীতও একেবারে বিদায় নিচ্ছে না।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও এটি শীতের বিদায় নয়। আগামী মাসে তাপমাত্রা আবার কমে আসবে। এটি বাড়বে, কমবে। দুই দিন বাড়লে আবার তিন দিন কমবে। এ অবস্থা চলতে থাকবে। তা ছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, মার্চে কালবৈশাখী হয়ে থাকে। কখনও কখনও এটি ফেব্রুয়ারিতে চলে আসে। এবারও তেমনটাই আশা করা হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম বা শেষ সপ্তাহে হয়তো বৃষ্টি হবে। বৃষ্টি হলে শীত বাড়ে। কালবৈশাখীও হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে পরে আবার বাড়বে।