চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহফুজুর রহমান মনজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রনজু ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই ফলাফল ঘোষনা করা হয়।
এর আগে সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হয়। জেলার মোট ৪ টি কেন্দ্রে ইভিএমএ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এই ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, চার সদস্য পদে ১৬ জন প্রার্থী ও দুই সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার মোট ৫৬৫ জন জনপ্রতিনিধি ভোট প্রদান করেন।