রাষ্ট্রীয় শেষকৃত্য শেষে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বছর আগে মারা যাওয়া স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে সমাহিত হবেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। শেষকৃত্যের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কিছু ব্যক্তিগত আচারের পর উইন্ডসর ক্যাসেলের মাঠে রাজা জর্জ ষষ্ঠ মেমোরিয়াল চ্যাপেলে স্বামীর সঙ্গে সমাহিত করা হবে তাকে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে রাজত্ব করা রানীর মৃত্যুতে শোকে নিমজ্জিত রয়েছে দেশবাসী। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) তার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হতে চলেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউজ এইটিন।
রানীর স্বামী প্রিন্স ফিলিপ গত বছরের ৯ এপ্রিল মারা যান। এরপর তার কফিন ব্রিটেনের রাজকীয় ভল্টে সংরক্ষিত রাখা হয়। আজ রানীর কফিনের সঙ্গে স্বামী প্রিন্স ফিলিপের কফিনও উইন্ডসর ক্যাসেলে নেওয়া হবে। পরে দুটি কফিন একত্রিত করে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে তাদের সমাহিত করা হবে। সেখানেই শায়িত আছেন রানীর বাবা রাজা ষষ্ঠ জর্জ, মা এলিজাবেথ ও বোন মার্গারেট।
উইন্ডসর ক্যাসেল বিশ্বের প্রাচীনতম দুর্গ। রয়্যাল কালেকশন ট্রাস্ট ওয়েবসাইট অনুসারে, এগারো শতকে উইলিয়াম দ্য কনকারের প্রতিষ্ঠিত এ উইন্ডসর ক্যাসেল বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম দখলকৃত দুর্গ। রানী এলিজাবেথসহ ৪০ জন সম্রাটের মালিকানায় ছিল এটি। যেখানে এক ডজনেরও বেশি ইংরেজ এবং ব্রিটিশ রাজা ও রানীদের সমাহিত করা হয়েছে। এদের বেশির ভাগই ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে সমাহিত রয়েছেন। যার মধ্যে অষ্টম হেনরি, প্রথম চার্লসও রয়েছেন। সেন্ট জর্জ চ্যাপেলের কাজ শুরু হয়েছিল ১৪৭৫ সালে চতুর্থ অ্যাডওয়ার্ডের অধীনে।
রানী এলিজাবেথ ১৯৬২ সালে এসে এ চ্যাপেলের একটি সমাধিস্থলের নামকরণ করেন তার পিতার নামে। এর নাম রাখা হয় রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেল। সেখানেই তার বাবা, মা এলিজাবেথ ও বোন মার্গারেটকে সমাহিত করা হয়। যেখানে আজ তিনি এবং তার স্বামীও একসঙ্গে শায়িত হবেন।