রাজধানীর উত্তরায় সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।
নিহতদের মধ্যে নারী ও দুই শিশু রয়েছে। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।
ঠিক এক মাস আগে গাজীপুরে এই প্রকল্পের ‘লঞ্চিং গার্ডার’ চাপায় এক নিরাপত্তারক্ষী নিহত হন। এ দুর্ঘটনায় এক শ্রমিক ও এক জন পথচারী আহত হয়েছিলেন।
ওসি মোহাম্মদ মোহসীন বলেন, উত্তরার জসিম উদ্দিন রোডে বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) গার্ডার ওঠানোর সময় ক্রেন ভেঙে সেটি একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে চার জন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন মো. রুবেল, ঝর্না বেগম, দুই বছরের শিশু জাকারিয়া ও ৬ বছরের শিশু জান্নাত। আহত হৃদয় ও রিয়া মনিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্রেন চালক পলাতক আছেন।
দুর্ঘটনার পর রাজধানীর ব্যস্ততম ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তৈরি হয়েছে যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন এ পথে চলাচলকারীরা।
দুর্ঘটনায় পড়া গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।