চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠ কাজ করার সময় বজ্রপাতে আলামিন (২২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টার দিকে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায়। সে ওই গ্রামে খলিলুর রহমানের ছেলে ।
পরিবার ও স্থানীয়রা বলেন, ‘আলামিন বিকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের ধানী জমিতে কাজ করতে যান। বিকাল ৪টার দিকে হঠাৎবৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরের ও মাথার বেশ কিছু অংশ ঝলসে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’
দর্শনা থানার অফিসার ইনচার্জ আমান উল্লাহ (ওসি, তদন্ত) আলামিনের মৃত্যু দেহের সুরাত হাল করেন।