1. admin@sorboseshsangbad.com : Palash :
  2. rahul306k@gmail.com : Rahul Raj : Rahul Raj
বিবস্ত্র ফটোশুট করায় রণবীরের বিরুদ্ধে মামলা - sorboseshsangbad
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন

বিবস্ত্র ফটোশুট করায় রণবীরের বিরুদ্ধে মামলা

এস.এস নিউজ ডেস্কঃ
  • আপডেট টাইমঃ বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

রণবীর সিংয়ের বিবস্ত্র ফটোশুট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ করছেন এই অভিনেতার সাহসীকতার প্রশংসা এবং কেউ করছেন নেতিবাচক মন্তব্য।

 

নগ্ন ফটোশুটের কারণে রণবীরের বিরুদ্ধে মুম্বাইয়ে এক নারী আইনজীবী এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা মামলা দায়ের করেছে।

অভিযোগে নারী আইনজীবী বেদিকা চৌব জানান, নারীদের ভাবাবেগে আঘাত করেছেন রণবীর, এটা নারী জাতির অপমান।

 

রণবীরের বিরুদ্ধে মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, এই অভিনেতা ক্যামেরার সামনে নগ্ন হয়ে নারীদের মূল্যবোধ, অনুভূতি ও ভাবাবেগে আঘাত করেছেন। তার এই ফটোশুট অশ্লীল ও কুরুচিকর। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং আইটি আইনের ৬৭(এ) ধারায় মামলা করা হয়েছে।

 

ইতোমধ্যেই এই দুই অভিযোগের ভিত্তিতে রণবীরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি রণবীর।

 

গত শুক্রবার একটি ম্যাগাজিনের কাভার শুটের জন্য বিবস্ত্র হয়ে পোজ দেন রণবীর। এই ছবির মাধ্যমে অভিনেতা বার্ট রেন্ডলসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন অভিনেতা। তারই পোজ নকল করার চেষ্টা করেছেন রণবীর।

শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

লাইভ ক্রিকেট

আবহাওয়া

চুয়াডাঙ্গার আবহাওয়ার সংবাদ
© All rights reserved © 2021 sorboseshsangbad.com  
ই-কমার্স ক্রয় বিক্রয় গ্রামীন বাজার