বিশ্বের শীর্ষ ধনীদের বিবাহবিচ্ছেদ চলছেই। এবার গুগলের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষস্থানীয় ধনী সের্গেই ব্রিনের চার বছরের বিয়ে ভাঙতে চলেছে। সম্প্রতি স্ত্রী নিকোল শ্যানাহানের সঙ্গে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন তিনি। খবর আনন্দবাজারের।
সের্গেই এখন পৃথিবীর ধনীশ্রেষ্ঠদের তালিকায় ষষ্ঠ স্থানে। তাঁর বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয়েছে খোরপোশের অঙ্ক নিয়ে।
আদালতের নথি অনুযায়ী, তাদের বিচ্ছেদের কারণ হিসেবে গুগল সহ-প্রতিষ্ঠাতা জানিয়েছেন, তাঁদের দু’জনের মধ্যে যে বিভেদ বা মতপার্থক্য তৈরি হয়েছে, তা আর মিটমাট করা সম্ভব নয়। তবে তারা তাদের বিচ্ছেদের মামলাটিতে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে আদালতে।
২০১৮ সালের ৭ নভেম্বর আড়ম্বরহীন এক অনুষ্ঠানে বিয়ে করেন সের্গেই-নিকোলে। তাদের মধ্যে সম্পদ ভাগাভাগির চুক্তি রয়েছে। সুতরাং, বিচ্ছেদ নিশ্চিত হলে সের্গেই ব্রিনের সম্পদের একটি নির্দিষ্ট অংশ পাবেন নিকোল। নিকোলে এবং সের্গেইয়েরও দু’বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
মামলায় সের্গেই তাঁদের কন্যার যৌথ দায়িত্ব চেয়েছেন। তিনি জানিয়েছেন, মেয়ের দেখভালের জন্য স্ত্রীর কাছ থেকে কোনও অর্থ সাহায্যের প্রয়োজন নেই তাঁর। তবে একই সঙ্গে এ-ও জানিয়েছেন যে, নিকোলেও সন্তান পালনের জন্য তাঁর কাছ থেকে কোনও অর্থ সাহায্য পাবেন না।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী ৪৮ বছর বয়সী সের্গেই ব্রিন বিশ্বের ষষ্ঠ ধনী। এখন তাঁর সম্পদের মূল্য ৯৪ বিলিয়ন তথা ৯ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের ৮ লাখ ৬৫ হাজার কোটি টাকার মতো।
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই বর্তমানে শুধুমাত্র অ্যালফাবেটের এক জন বোর্ড সদস্য। তিনি ২০১৮ সালে গুগলের প্রশাসনিক পদে ছিলেন। নিকোলেও তখন একজন উদ্যোগপতি। ক্লিয়ার অ্যাকসেস আইপি নামে এক সংস্থার সিইও । তিনি এক জন খ্যাতনামী আইনজীবীও।
এর আগে বিগত বছরেই বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দম্পতিগুলোর মধ্যে বিচ্ছেদের ঘোষণা দেন বিল ও মেলিন্ডা গেটস, ইলন মাস্ক-গ্রাইমস এবং আলফ্রেড জন পলসন ও জেনি পলসন।