করোনা মহামারীর পর উন্নয়নের ধারায় ফেরার চ্যালেঞ্জ নিয়ে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা। তবে এবারের প্রস্তাবিত ব্যয় বিদায়ী অর্থ বছরের চেয়ে ১৪ দশমিক ২৪ শতাংশ বেশি। টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৫.২৩ শতাংশের সমান।
বিদায়ী অর্থ বছরে অর্থমন্ত্রীর দেওয়া বাজেটের আকার ছিল ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেটের ১২ শতাংশ বেশি এবং জিডিপির ১৭.৪ শতাংশের সমান।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত বছর বাজেট দিতে গিয়ে করোনা মহামারীর মধ্যে জীবন ও জীবিকার কঠিন সমীকরণ মেলানোর চেষ্টা করতে হয়েছিল অর্থমন্ত্রী মুস্তফা কামালকে। এবার তার সামনে নতুন সংকট নিয়ে হাজির হয়েছে ইউক্রেন যুদ্ধ, যার জেরে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
তবে মহামারীর ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছে বাংলাদেশ। এ কারণে অর্থমন্ত্রী এবার সরকারের উন্নয়ন দর্শনে মনোযোগ ফেরাতে চান। এজন্য এবারের বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।