1. admin@sorboseshsangbad.com : Palash :
  2. rahul306k@gmail.com : Rahul Raj : Rahul Raj
সৃজিতের ‘সাবাশ মিঠু’র প্রশংসায় তাপসীর প্রেমিক - sorboseshsangbad
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন

সৃজিতের ‘সাবাশ মিঠু’র প্রশংসায় তাপসীর প্রেমিক

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

‘সাবাশ মিঠু’ ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে শুক্রবার। আর তা দেখে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের অনুরাগী হয়ে গেলেন তাপসী পান্নুর প্রেমিক।

 

নতুন ছবিতে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের রূপে দেখা দিয়েছেন তাপসী। সেই পোস্টার দেখে মুগ্ধ অভিনেত্রীর প্রেমিক ম্যাথিয়াস বোয়ে। তিনি পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ। নিজের প্রেমিকার প্রশংসাও করেছেন। তাপসী কিন্তু এত সহজে ভোলার পাত্রী নন। প্রশংসায় ভরিয়ে দিলেও ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস নাকি ক্রিকেটীয় পরিভাষায় ভুল করেছেন। সঙ্গে সঙ্গে কড়া শিক্ষিকার মতোই নাকি প্রেমিকের ভুল শুধরে দিয়েছেন তাপসী।

 

কী ভুল করেছিলেন ম্যাথিয়াস? তাপসী পোস্টার শেয়ার করে লিখেছিলেন, ‘সাবাশ মিঠু’ একটি মেয়ের স্বপ্ন। একে পর্দায় ফুটিয়ে তোলার মতো কঠিন কাজ কমই হয়েছে! যে মেয়ে ‘জেন্টলম্যানস গেম’-এ ব্যাট হাতে তার স্বপ্ন তাড়া করেছিল। ১৫ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

 

তাপসীর এই কথায় আপ্লুত তার প্রেমিক। দাবি করেন, নায়িকা লেখনি দিয়ে ‘ছক্কা’ হাঁকিয়েছেন। শুধু বলেই ক্ষান্ত হননি, একটি ইমোজি এবং একটি নাচের ছবিও দেন। এরপরই অভিনেত্রী ম্যাথিয়াসকে সংশোধন করে জানান, ওই ইমোজিটি চার মারার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছক্কার ক্ষেত্রে নয়।

 

বলিপাড়ার মতে, টিনসেল টাউন আর খেলার দুনিয়ার সমীকরণ বহু যুগের। ২০১৪ সালে ভারতে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম মুখোমুখি তাপসী-ম্যাথিয়াস। এক দেখাতেই ভালো লাগা। তারপরই ডেট করতে থাকেন তারা। ম্যাথিয়াস সম্প্রতি তাপসী, তার বোন সগুন পান্নু এবং পরিবারের অন্যদের সঙ্গে রাজস্থানের বিকানেরে ছুটিও কাটিয়েছেন একসঙ্গে।

শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

লাইভ ক্রিকেট

আবহাওয়া

চুয়াডাঙ্গার আবহাওয়ার সংবাদ
© All rights reserved © 2021 sorboseshsangbad.com  
ই-কমার্স ক্রয় বিক্রয় গ্রামীন বাজার