1. admin@sorboseshsangbad.com : Palash :
  2. rahul306k@gmail.com : Rahul Raj : Rahul Raj
রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার বৃহৎ যুদ্ধজাহাজ ধ্বংস! - sorboseshsangbad
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার বৃহৎ যুদ্ধজাহাজ ধ্বংস!

এস.এস নিউজ ডেস্কঃ
  • আপডেট টাইমঃ শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪০২ বার দেখা হয়েছে

দক্ষিণ ইউক্রেনের বারদিয়ানস্ক বন্দরে রাশিয়ার একটি বৃহৎ যুদ্ধজাহাজ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই তথ্য জানিয়েছে। এছাড়া আরও দুই জাহাজ ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর- বিবিসি ও সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাহিনী সম্প্রতি ওই বন্দর দখল নেয় এবং ফেরিঘাটে তাদের যুদ্ধজাহাজ রাখে। বৃহস্পতিবার ভোরে কয়েক দফায় বিস্ফোরণে ওই বন্দর কেঁপে ওঠে।

 

ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, তারা ‘অর্স্ক’ নামে রাশিয়ার বৃহৎ এক যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তিন হাজার টনের জ্বালানি ট্যাঙ্কও ধ্বংস করা হয়েছে, আগুন শুত্রুপক্ষের গোলাবারুদ ভাণ্ডারেও ছড়িয়ে পড়েছে।

 

বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার জাহাজে কী কারণে বিস্ফোরণ ও আগুন লেগেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সিএনএন বলছে, ইউক্রেনের বাহিনী কী অস্ত্র ব্যবহার করেছে তা জানা যায়নি। বারদিয়ানস্ক মারিউপোলের অবরুদ্ধ বন্দরের পশ্চিমে অবস্থিত। ইউক্রেনে আগ্রাসন শুরুর চার দিন পর এই বন্দর দখল নেয় রাশিয়ার বাহিনী।

 

শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

লাইভ ক্রিকেট

আবহাওয়া

চুয়াডাঙ্গার আবহাওয়ার সংবাদ
© All rights reserved © 2021 sorboseshsangbad.com  
ই-কমার্স ক্রয় বিক্রয় গ্রামীন বাজার