চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এগুলোর ওজন দুই কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি) এবং আনুমানিক মূল্য এক কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় দর্শনা সীমান্তের মেমনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন দুই কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি)।
উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুণঃ-