করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যেসব দেশে শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে যাত্রীবাহী ফ্লাইট স্থগিতের সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
এ ছাড়া সমাবেশে জনসমাগম সীমিত করাসহ পরামর্শক কমিটির কয়েকটি সুপারিশ করেছে এ কমিটি।
ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হওয়ার পর রোববার কারিগরি কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
কারিগরি কমিটি জানায়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে ঘোষণা করেছে। এর বিস্তার রোধ করার জন্য এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ, দক্ষিণ আফ্রিকাসহ সে অঞ্চলের কয়েকটি দেশ (জিম্বাবুয়ে, নামিবিয়া, বাতসোয়ানা, সোয়াজিল্যান্ড) থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তারা জানায়, এ প্রেক্ষিতে বাংলাদেশেও এ সমস্ত দেশ এবং যে সমস্ত দেশে সংক্রমণ ছড়িয়েছে সে সমস্ত দেশ হতে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে।
এ ছাড়া বিগত ১৪ দিনে কেউ এসব দেশ ভ্রমণ করে থাকলে তাকে বাংলাদেশে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সুপারিশের পাশাপাশি দেশে প্রবেশের পথগুলোতে স্ক্রিনিং পরীক্ষা, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করতে বলেছে কারিগরি কমিটি।
কোভিড-১৯ এর পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করেছে কমিটি।
ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের কয়েকটি দেশে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম।