ভ্যানিটি ব্যাগ থেকে ছিনতাই করার সময় হাতে-নাতে নিপা খাতুন (২২) ও রুবিনা (২৫) নামের দুই বেদে’কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিজেদের তারা ‘বেদের মেয়ে জোসনা’ নামে পরিচয় দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃতরা খুবই ধূর্ত। তারা মূলত সাপুড়ে। তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এরপর কোথাও ভিড় দেখলে সেখানে মিশে যায় এবং সুযোগ বুঝে ব্যাগ, টাকা ছিনিয়ে পালিয়ে যায়। আজ তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামতে ভিড় দেখে সেখানে যায়। এ সময় আছমা বেগম ও জমেলা বেগম নামে দুইজনের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ে। বাকি একজন এ সময় পালিয়ে যায়। গ্রেফতার একজনের বিরুদ্ধে এর আগে শেরপুরেও একটি মামলা রয়েছে।