1. admin@sorboseshsangbad.com : Palash :
  2. rahul306k@gmail.com : Rahul Raj : Rahul Raj
খালেদা জিয়া ‘লিভার সিরোসিসে’ ভুগছেন - sorboseshsangbad
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

খালেদা জিয়া ‘লিভার সিরোসিসে’ ভুগছেন

এস.এস নিউজ ডেস্কঃ
  • আপডেট টাইমঃ বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪৪১ বার দেখা হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন বলে জানিয়েছেন তার এক ব্যক্তিগত চিকিৎসক।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার ওই ব্যক্তিগত চিকিৎসক বুধবার দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিসে ভুগছেন। লিভার জটিলতায় তার রক্তবমি হচ্ছে। এর আগে একবার রক্তবমি হলেও পরে তা বন্ধ হয়। তবে আবার রক্তবমি শুরু হয়েছে, আজ (বুধবার) হয়েছে। যার কারণে চিকিৎসকরা তার এন্ডোসকপি করে রক্তবমির কারণ জানার চেষ্টা করছেন’।

 

তিনি বলেন, ‘চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এ জন্য অবিলম্বে তাকে বিদেশে নেওয়া দরকার। সরকার যত তাড়াতাড়ি অনুমতি দেবে তত মঙ্গল। না হলে ঝুঁকির মধ্যে পড়ে যাবেন।’

খালেদা জিয়ার স্বজনরা জানিয়েছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন তারা। সরকারের অনুমতি পেলেই স্বজনরা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে নেবেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তার মেজ বোন সেলিমা ইসলাম বুধবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘লিভার জটিলতা প্রকট আবার ধারণ করেছে। আমরা খুবই উদ্বিগ্ন। যে দেশে নেয়ার অনুমতি দেবে সেখানে আমরা নিয়ে যাব। সরকারের দিকে তাকিয়ে আছি আমরা।’

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চেয়ারপারসনের অবস্থা ক্রিটিক্যাল। চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ। আজই তাকে বিদেশে পাঠানো দরকার। তার রক্তবমি হচ্ছে।’

এদিকে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবেন যুবদলের নেতারা। শুক্রবার (২৬ নভেম্বর) বাদ জুমা সারা দেশের মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হবে। এ ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করবে। রবিবার (২৮ নভেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিভাগীর সদরগুলোতে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়া ১ ডিসেম্বর ছাত্রদল সারাদেশে সমাবেশ করবে, ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে, ৩ তারিখে কৃষক দল ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে এবং ৪ ডিসেম্বর মহিলা দল মৌন মিছিল করবে।

কর্মসূচির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপরে। প্রয়োজনে কর্মসূচি পরিবর্তনও হতে পারে। সেটা সময় আপনাদের আমরা জানাব।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভেরি ক্রিটিক্যাল। চিকিৎসকরা নিয়মিত মনিটরিং করছেন এবং সাধ্য অনুযায়ী তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। সরকার গত তিন বছরে তাকে কোনো চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সরকার গণতন্ত্রকে হরণ করার জন্য এ ক্যারিশম্যাটিক নেত্রীকে বন্দি করে রেখেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে একটি মহল অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে গুজবে কান না দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন।’

 

শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

লাইভ ক্রিকেট

আবহাওয়া

চুয়াডাঙ্গার আবহাওয়ার সংবাদ
© All rights reserved © 2021 sorboseshsangbad.com  
ই-কমার্স ক্রয় বিক্রয় গ্রামীন বাজার