1. admin@sorboseshsangbad.com : Palash :
  2. rahul306k@gmail.com : Rahul Raj : Rahul Raj
বেড়াতে গিয়ে সেন্টমার্টিনে আটকে পড়েছেন তিন শতাধিক পর্যটক - sorboseshsangbad
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন

বেড়াতে গিয়ে সেন্টমার্টিনে আটকে পড়েছেন তিন শতাধিক পর্যটক

এস.এস নিউজ ডেস্কঃ
  • আপডেট টাইমঃ সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৩৬ বার দেখা হয়েছে

সেন্টমার্টিনে আটকে পড়েছেন তিন শতাধিক পর্যটক
সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে বৈরি আবহাওয়ার কারণে প্রায় ৩০০ পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

রোববার (১৭ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

তিনি জানান, ট্রলার ও স্পিডবোট যোগে বেড়াতে গিয়ে প্রায় ৩০০ পর্যটক বৈরি আবহাওয়ার কারণে আটকা পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হবে।

সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, ‘যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিন দিন আগে আসছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে এসেছে। আজকে তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে কোনো ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড।’

তিনি আরও জানান, আমাদের রিসোর্টেও ১৫ জন পর্যটক আছেন। তারা এখানে নিরাপদে রয়েছেন। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরত যাবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘মূলত ট্রলার ও স্পিডবোটে আসতে পারেনি বৈরি আবহাওয়ার কারণে। হয়তো কোস্টগার্ড ট্রলার বা স্পিডবোট আসতে দেয়নি। বৈরি আবহাওয়া সেরে গেলে তাদের ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

লাইভ ক্রিকেট

আবহাওয়া

চুয়াডাঙ্গার আবহাওয়ার সংবাদ
© All rights reserved © 2021 sorboseshsangbad.com  
ই-কমার্স ক্রয় বিক্রয় গ্রামীন বাজার