1. admin@sorboseshsangbad.com : Palash :
  2. rahul306k@gmail.com : Rahul Raj : Rahul Raj
ওয়াশরুম শেয়ার করতে পারি না, তাই বিয়ে করছি না: রিমি - sorboseshsangbad
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

ওয়াশরুম শেয়ার করতে পারি না, তাই বিয়ে করছি না: রিমি

এস.এস নিউজ ডেস্কঃ
  • আপডেট টাইমঃ শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৬৫৪ বার দেখা হয়েছে
কারও সঙ্গে ওয়াশরুম শেয়ার করতে পারি না, তাই বিয়ে করছি না রিমি

বলিউড অভিনেত্রী রিমি সেন। বয়স চল্লিশ ছুঁই ছুঁই। কিন্তু এখনও সাত পাঁকে বাঁধা পড়েননি তিনি। প্রায় ১০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন এই অভিনেত্রী।

 

বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী সাফ জানিয়ে দেন, ‘আমার ওয়াশরুম কারও সঙ্গে শেয়ার করতে পারি না। তাই মনে হয় না আমি এখনও বিয়ের জন্য তৈরি। একা থাকতে বেশ লাগে।’

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের নানা বিষয়ে কথা বলেছেন রিমি। জানিয়েছেন কেন তিনি লাইমলাইট থেকে দূরে সরে গিয়েছেন।

 

রিমি বলেন, ‘আগে যখন অভিনয় করতাম, তখন ভালো ছবিতে অভিনয় করেছি। টাকা রোজগারের জন্য বি বা সি গ্রেডের কোনো ছবিতে কাজ করিনি। কাজ করা বন্ধও করেছি নিজের শর্তে। ব্যস্ত ছিলাম নিজের প্রোডাকশন হাউসের কাজ নিয়ে।’

 

তিনি আরও বলেন, ‘বেশি সংখ্যক দর্শকের জন্য এখন সকলেই মুম্বাইয়ে কাজ করতে চায়। তাই এখানে কাজ করার চাহিদা এবং তাগিদ অনেক বেশি।’

 

প্রসঙ্গত, বাংলা ও হিন্দি ছাড়াও দক্ষিণী সিনেমায় কাজ করেছেন রিমি সেন। এছাড়াও ২০১৫ সালে বলিউডের ভাইজান সালমান খান সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসে প্রতিযোগী হয়েছিলেন তিনি।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

লাইভ ক্রিকেট

আবহাওয়া

চুয়াডাঙ্গার আবহাওয়ার সংবাদ
© All rights reserved © 2021 sorboseshsangbad.com  
ই-কমার্স ক্রয় বিক্রয় গ্রামীন বাজার